Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দশকে প্রথমবার অর্থনৈতিক মন্দার মুখে যুক্তরাজ্য


১২ আগস্ট ২০২০ ১২:৪৮ | আপডেট: ১২ আগস্ট ২০২০ ১৫:৩৯

নভেল করোনাভাইরাস সংক্রমণের মুখে আরোপিত লকডাউনের কারণে এ দশকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে যুক্তরাজ্য। খবর বিবিসি।

এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত যুক্তরাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনা করে অর্থনৈতিক মন্দার বিষয়টি মেনে নিতে বাধ্য হয়েছেন দেশটির কর্তৃপক্ষ।

চলতি বছরের প্রথম তিন মাসের সঙ্গে তুলনা করলে যুক্তরাজ্যের অর্থনীতি পরের তিন মাসে শতকরা ২০.৪ ভাগ সংকুচিত হয়েছে।

২০০৯ সালের পর যুক্তরাজ্যের অর্থনীতিতে টানা দুই প্রান্তিকে অর্থনীতির সংকোচন বাড়ার কোনো ইতিহাস ছিল না।

তবে, যুক্তরাজ্যের সরকার সংশ্লিষ্টরা বলছেন – জুন মাসে করোনা সংক্রমণ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

অর্থনৈতিক মন্দা অর্থনৈতিক সংকোচন টপ নিউজ যুক্তরাজ্য লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর