ঢাকায় দিনে গরম, রাতে বৃষ্টির সম্ভাবনা
১৩ আগস্ট ২০২০ ১৩:৪৫
ঢাকা: রাজধানীতে দিনে গরম বাড়লেও রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আজ দেশের ১১টি অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এই অঞ্চলে থাকা নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বগুড়া, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থেকে রাতে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে।
এদিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত কারণে ঢাকায় দিনের গরম নিদারুণ অস্বস্তিরও কারণ হবে। তবে সমুদ্রে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দেওয়ায় শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।