Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে গৃহবধূ হত্যার দায়ে স্বামী ও শ্বশুরের মৃত্যুদণ্ড


৩১ আগস্ট ২০২০ ১৭:৩৮

টাঙ্গাইল: টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ও শ্বশুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক খালেদা ইয়ানমিন সোমবার (৩১ আগস্ট) দুপুরে এ রায় প্রদান দেন। দণ্ডিতরা হলেন— ভুঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের জহিরুল ইসলাম (২৫) ও তার বাবা মজনু মিয়া (৫৫)।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ সরকারি কৌসুলী (পিপি) একেএম নাছিমুল আক্তার জানান, জহিরুল ইসলামের সঙ্গে একই উপজেলার কুঠিবয়রা গ্রামের সলিম উদ্দিনের মেয়ে তাসলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকা দাবি করে তাসলিমার ওপর নির্যাতন করা হতো।

বিজ্ঞাপন

২০১৬ সালের ২৭ নভেম্বর যৌতুকের দেড় লাখ টাকা দাবি করে তাসলিমাকে হত্যা করে লাশ যমুনা নদীতে ভাসিয়ে দেয়া হয়। তিনদিন পর ভুঞাপুরের গোবিন্দাসী ঘাট থেকে তাসলিমার ভাসমান লাশ উদ্ধার করা হয়। পরে তার বাবা সলিম উদ্দিন বাদি হয়ে একই বছরের ১ ডিসেম্বর থানায় মামলা দায়ের করেন। পুলিশ জহিরুল ইসলাম ও মজনু মিয়াকে গ্রেফতার করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে তারা জামিনে মুক্ত হয়ে পালাতক হন। তাদের অনুপস্থিতিতেই রায় প্রদান করা হয়।

টাঙ্গাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর