ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ
১৩ সেপ্টেম্বর ২০২০ ২০:০২
ঝিনাইদহ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এড়াতে ও পুনঃনির্বাচনের লক্ষ্যে ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (১৩ সেপ্টেম্বর) সংগঠন সূত্রে বিষয়টি জানা গেছে।
সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক অতিরিক্ত সচিব ড. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি আদেশে এ নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশ থেকে জানা যায়, ঝিনাইদহ বাস-মিনিবাস মালিক সমিতি বাণিজ্য মন্ত্রণালয় হতে টিও লাইসেন্স প্রাপ্ত একটি সংগঠন। গত ২৭ মার্চ সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়। বর্তমানে সাধারণ সভা আহ্বান করার পরিস্থিতি নেই। এছাড়াও অচিরেই পরিষদ পুর্নগঠনের সম্ভাবনা নেই। এতে কমিটির কার্যক্রম ব্যাহত ও সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না। বাস মিনিবাস মালিক সমিতির পুর্নগঠনের চেষ্টা, সাধারণ সভা আহ্বান ও রক্তক্ষয়ী সংঘর্ষের আহ্বান রয়েছে।
রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা ও বিদ্যমান সমস্যা সমাধানে গত ৮ সেপ্টেম্বর জেলা প্রশাসক সমিতির প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে অনুরোধ জানান। এর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রশাসক নিয়োগ দেন।
প্রশাসক প্রত্যাহিক রুটিন কার্যাবলি সম্পাদন করবেন।
এছাড়াও আগামী ১২০ দিনের মধ্যে বিধি মোতাবেক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।