Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিপিএইচ ইস্পাত কারখানায় আগুনে দগ্ধ ভারতীয়সহ ৭ কর্মী


২২ সেপ্টেম্বর ২০২০ ২০:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে জিপিএইচ ইস্পাত কারখানায় লোহা গলানোর সময় আগুনে দগ্ধ হয়েছেন সাত জন। এদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। আহত একজন ভারতের নাগরিক।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানায় এ ঘটনার পর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- কেওয়াল সিং চৌহান (৪৬), রবীন্দ্র (৪০), শাহীন আলম (২৭), টিপু সুলতান (৩২), শহীদুল ইসলাম (২৭), নুরুজ্জামান (৪০) এবং আমীর হোসেন (২৭)। এদের মধ্যে কেওয়াল সিং চৌহান ভারতের নাগরিক।

দগ্ধ শ্রমিকদের বরাত দিয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, কারখানায় লোহা গলানোর সময় গ্যাসের আগুনের শিখা ছিটকে পড়ে সাতজন দগ্ধ হন। তাদের চমেক হাসপাতালে আনার পর ছয়জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। টিপু সুলতানকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমদ সারাবাংলাকে বলেন, ‘আহত ছয়জনেরই শ্বাসনালী পোড়া গেছে। মুখ এবং হাত দগ্ধ হয়েছে। শরীরের ৪ থেকে ১১ শতাংশ পুড়ে গেছে। যেহেতু শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের অবস্থা আশঙ্কাজনক বলছি।’

আগুন ইস্পাত ভারতীয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর