Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে পল্লি চিকিৎসককে গুলি করে হত্যা


১০ অক্টোবর ২০২০ ২২:০৮

বান্দরবান: জেলার জামছড়িতে এক পল্লি চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম বাচোমং মারমা (৩৮)। তিনি দীর্ঘদিন ধরে জামছড়ি বাজারের একটি ওষুধের ফার্মেসির দোকান করে আসছেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি বাজারে একদল পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা এ পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা করে।

নামপ্রকাশে অনিচ্ছুক নিহতের এক আত্মীয় জানান, পাহাড়ে আধিপত্যে বিস্তারের দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তি দীর্ঘদিন পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির (জেএসএস) মূল অংশের সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গুলি করে হত্যা জামছড়ি পল্লী চিকিৎসক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর