Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকে ভোট


২৪ অক্টোবর ২০২০ ১৫:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এ মহাকাশ থেকেই ভোট দিলেন মার্কিন নভোচারী কেট রুবিনস। খবর বিবিসি।

যেহেতু, নির্বাচনের সময় তিনি মহাকাশে থাকবেন, তাই সেখান থেকেই আগাম ভোট দিয়ে দিলেন।

নাসা জানায়, অন্য সবার মতোই ভোটদানের ফরম পূরণ করে আগাম ভোটের সুযোগ চেয়ে আবেদন করতে হয়েছিল রুবিনসকে।

এর আগে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন এই নভোচারী। তার সাথে ভোট দিয়েছিলেন আরেক সহকর্মী শেন কিমবরোও।

এদিকে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ভোট দিতে পেরে নিজেকে ভীষণ ভাগ্যবান বলে মন্তব্য করেছেন রুবিনস।

প্রসঙ্গত, এবার করোনা পরিস্থিতির কারণে নির্বাচনের দিন সশরীরে ভোটকেন্দ্রে যাওয়ার ঝামেলা এড়াতে অনেক ভোটারই আগাম ভোট দিচ্ছেন। ইতোমধ্যে পাঁচ কোটির বেশি আগাম ভোট পড়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

কেট রুবিনস মহাকাশ থেকে আগাম ভোট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর