মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকে ভোট
২৪ অক্টোবর ২০২০ ১৫:২৭
৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এ মহাকাশ থেকেই ভোট দিলেন মার্কিন নভোচারী কেট রুবিনস। খবর বিবিসি।
যেহেতু, নির্বাচনের সময় তিনি মহাকাশে থাকবেন, তাই সেখান থেকেই আগাম ভোট দিয়ে দিলেন।
নাসা জানায়, অন্য সবার মতোই ভোটদানের ফরম পূরণ করে আগাম ভোটের সুযোগ চেয়ে আবেদন করতে হয়েছিল রুবিনসকে।
এর আগে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন এই নভোচারী। তার সাথে ভোট দিয়েছিলেন আরেক সহকর্মী শেন কিমবরোও।
এদিকে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ভোট দিতে পেরে নিজেকে ভীষণ ভাগ্যবান বলে মন্তব্য করেছেন রুবিনস।
প্রসঙ্গত, এবার করোনা পরিস্থিতির কারণে নির্বাচনের দিন সশরীরে ভোটকেন্দ্রে যাওয়ার ঝামেলা এড়াতে অনেক ভোটারই আগাম ভোট দিচ্ছেন। ইতোমধ্যে পাঁচ কোটির বেশি আগাম ভোট পড়েছে বলে জানা গেছে।
কেট রুবিনস মহাকাশ থেকে আগাম ভোট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০