Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে মাদরাসায় বোমা বিস্ফোরণ, শিশুসহ মৃত ৭


২৭ অক্টোবর ২০২০ ১৩:১৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ১৩:২০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে একটি মাদরাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় শিশুসহ অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭০ জন। খবর রয়টার্স।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশের মুখপাত্র।

নাম না প্রকাশ করার শর্তে ওই পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শ্রেনিকক্ষে প্লাস্টিকের ব্যাগে পেতে রাখা বোমার বিস্ফোরণ থেকে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে পেশওয়ারের লেডি হার্ডিং হাসপাতালের একজন পরিচালক জানিয়েছেন, মৃত সাত জনের মধ্যে চারজনই শিশু।

স্থানীয় অধিবাসীদের বরাতে রয়টার্স জানাচ্ছে, মাদরাসায় ক্লাস চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কোনো পক্ষই এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, এ বছরে পাকিস্তানের আফগান সীমান্ত সংলগ্ন খাইবার-পাখতুনওয়া প্রদেশে ইসলামী জঙ্গিগোষ্ঠীগুলোর তৎপরতা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ওই অঞ্চলের বেশীরভাগ সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের তালেবান জঙ্গিগোষ্ঠীর যোগসাজশ রয়েছে বলে আগেও প্রমাণ মিলেছে।

টপ নিউজ পাজিস্তান পেশওয়ার বোমা বিস্ফোরণ মাদরাসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর