চূড়ান্ত ফল পাওয়ার আগেই নিজেকে জয়ী ঘোষণা করলেন ট্রাম্প
৪ নভেম্বর ২০২০ ১৪:৫৬ | আপডেট: ৪ নভেম্বর ২০২০ ১৭:৩৬
চূড়ান্ত ফলাফল পাওয়ার আগেই নিজের জয় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে এক সংবাদসম্মেলনে তিনি বলেন, “স্পষ্টভাবে বললে, আমরা ভোটে জিতে গেছি”। তবে ভোট গণনায় দেরী হচ্ছে অভিযোগ তুলে তিনি জানান, এ ব্যাপারটি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত ফল পাওয়ার আগেই নিজের জয় ঘোষণা করবেন বলে আশঙ্কা করছিলেন বিশ্লেষকরা। এবার তাই করলেন ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার সময় মার্কিন বার্তা সংস্থা এপি’র তথ্য বলছে, ২২৫টি ইলেকটোরাল কলেজ পেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ভোট গণনার শুরুর দিতে যথেষ্টই পিছিয়ে ছিলেন ট্রাম্প। তবে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ বেশকিছু রাজ্যে তিনি জয় ছিনিয়ে নিয়েছেন। তাতে করে এখন বাইডেনের খুব কাছাকাছি চলে এসেছেন তিনি। তার দখলে রয়েছে ২১৩টি ইলেকটোরাল কলেজ।
তবে ব্যাটেলগ্রাউন্ড খ্যাত কয়েকটি অঙ্গরাজ্যের ফল এখনও আসেনি। মেইল ইন ব্যালট গণনায় দেরী হওয়ায় পেনসিলভানিয়া ও উইসকনসিনের মতো রাজ্যের ফল পেতেও দেরী হচ্ছে।