যেসব রাজ্যে ভোট গণনা এখনও বাকি
৪ নভেম্বর ২০২০ ১৭:৩৫ | আপডেট: ৫ নভেম্বর ২০২০ ১৪:৪৫
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। টানটান উত্তেজনা বিরাজ করছে রিপাবলিকান ও ডেমোক্রেট শিবিরে। যুক্তরাষ্ট্রে এখন রাত পেরিয়ে সকাল। তবে এখনও ২৭০ ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়নি কোনো প্রার্থীর। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, জো বাইডেন ২৩৮টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করে এগিয়ে আছেন। পক্ষান্তরে, ডোনাল্ড ট্রাম্পের কবজায় ২১৩ ইলেকটোরাল ভোট। কিন্তু ব্যাটল গ্রাউন্ড খ্যাত কয়েকটি অঙ্গরাজ্যে ভোটের ফলাফল এখনও বাকি। এর মধ্যে অন্তত পাঁচটি রাজ্যের ফলাফল নির্ধারণ করবে কে হচ্ছেন প্রেসিডেন্ট।
যে অঙ্গরাজ্যগুলোর ফল বাকি—
১. আলাস্কা– এ রাজ্যে ঐতিহ্যগতভাবেই এগিয়ে থাকেন রিপাবলিকান প্রার্থীরা। এবারও এ পর্যন্ত পাওয়া ভোটের হিসাবে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। তবে চূড়ান্ত ফলাফল এখনও আসেনি। এ অঙ্গরাজ্যে রয়েছে ৩টি ইলেকটোরাল ভোট।
২. জর্জিয়া– এ অঙ্গরাজ্যে রয়েছে ১৬টি ইলেকটোরাল ভোট। রাজ্যটি হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এ পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাবে কিছুটা এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
৩. নেভাদা– অঙ্গরাজ্যটিতে বরাবরই ভালো করেন ডেমোক্রেটরা। এ পর্যন্ত প্রাপ্ত ভোট অনুযায়ী সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে আছেন জো বাইডেন। ৬টি ইলেকটোরাল ভোট রয়েছে রাজ্যটিতে।
৪. নর্থ ক্যারোলিনা– নর্থ ক্যারোলিনায় এখন পর্যন্ত ভোট অনুযায়ী এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প। এ রাজ্যে রয়েছে ১৫টি ইলেকটোরাল ভোট।
৫. পেনসিলভ্যানিয়া– ২০টি ইলেকটোরাল ভোটের এ রাজ্য ব্যাটেলগ্রাউন্ড হিসেবে পরিচিতি পেয়েছে। এবার এ রাজ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তবে রাজ্যটির মেইল ইন ব্যালট এখনও গণনা হয়নি।