Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের পরাজয়ের কারণ করোনা: ইমরান খান


২৯ নভেম্বর ২০২০ ১৪:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস মহামারির কারণে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প – এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের এক্সপ্রেস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পাক প্রধানমন্ত্রী ইমরান।

ইমরান খান বলেন, মার্কিন গণমাধ্যমগুলোর ট্রাম্পবিরোধী অবস্থানের কারণে মনে হয়েছিল তার বড় ধরনের পরাজয় হবে। কিন্তু ততটা হয়নি। পরাজিত প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ট্রাম্প।

ইমরান খান মনে করেন, গণমাধ্যমের সব জরিপ ট্রাম্পের বিরুদ্ধে গেলেও মহামারি না থাকলে ট্রাম্প নিশ্চিতভাবে জয়ী হতেন। তিনি বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও দেশ পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যম হুমকি নয়।

বিজ্ঞাপন

তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রে করোনায় ব্যাপক প্রাণহানি না হলে এবং বেকারত্ব না বাড়লে গণমাধ্যম যা ই বলুক ট্রাম্পের জয় ছিল সুনিশ্চিত।

এর আগে, ৩ নভেম্বরের ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে যেতে যেখানে প্রয়োজন ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট, সেখানে ডেমোক্রেট প্রার্থী বাইডেন পান ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি।

ইমরান খান জো বাইডেন টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাস মহামারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর