নন্দিত ফ্যাশন ডিজাইনার পিয়ের কার্ডিনের মৃত্যু
২৯ ডিসেম্বর ২০২০ ২০:২০
নন্দিত ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন ব্রান্ডিংয়ের জনক পিয়ের কার্ডিনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ৯৮ বছর বয়সে তার জীবনাবসান হয়।
ফরাসি অ্যাকাডেমি অব ফাইন আর্টস’র চিরসচিব সম্পাদক, সুরকার লরেন্ট পেটগিগার্ড তার মৃত্যুর কথা জানিয়ে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে একটি বার্তা প্রকাশ করেন।
১৯২২ সালের ২ জুলাই ইতালির ভেনিসে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৪৫ সালে ফ্রান্সে পাড়ি জমান।
১৭ বছর বয়সে একটি পোশাক তৈরির দোকান থেকে তার কর্মজীবন শুরু হয়। তবে, তিনি চিরকাল থিয়েটারে অভিনয় শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন।
এদিকে, মোটরগাড়ি থেকে সুগন্ধী পর্যন্ত সকল পণ্যের উৎপাদন, বিক্রয় এবং নকশার সঙ্গে কোনো না কোন পর্যায়ে জড়িত ছিলেন পিয়ের কার্ডিন।
সাত দশকেরও বেশি সময় ধরে তিনি ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে সংযুক্ত ছিলেন। সবেচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ব্যাংক থেকে কোনো ঋণ না নিয়েই তিনি তার বিশাল ব্যবসায়ের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। ১৯৫০ সালের দিকে কার্ডিনের ডিজাইন করা কাপড়গুলো প্রথম বিক্রির জন্য ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে স্থান পায়।
অন্যদিকে, বাছ বিচার না করে যে কোনো পণ্য নিজের নামে প্রতিষ্ঠিত পিসি ব্রান্ডের অধীনে এনে বিক্রি শুরু করায় তার সমালোচনা করেছেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে জার্মান এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে কার্ডিন বলেছিলেন, তিনি নিজের নামকে ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।