নাইজারে সন্ত্রাসী হামলায় নিহত ৭৯
৩ জানুয়ারি ২০২১ ০৯:৩৪
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দুই গ্রামে শনিবার এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৭৯ জন নিহত হয়েছেন। এরমধ্যে পশ্চিমে মালি সীমান্তবর্তী চোম্বাঙ্গু গ্রামে নিহত হয়েছেন ৪৯ জন। এখানে আহত হয়েছেন আরও ১৭ জন। অন্যদিকে জারোমদারে ৩০ জন নিহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাছে আলহাদার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই অঞ্চলটির সুরক্ষায় সৈন্য পাঠানো হয়েছে।
নাইজারে জাতীয় নির্বাচনের মধ্যেই ওই দুটি গ্রামে সবশেষ এই হামলার ঘটনা ঘটলো। দুই দফায় পাঁচ বছর করে মেয়াদ শেষে দেশটির প্রেসিডেন্ট মাহামাদৌ ইসৌফু এবার পদত্যাগ করেছেন।