Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরদেহ আনতে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে ইউএস বাংলা


১৮ মার্চ ২০১৮ ১৫:১৭ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:১১

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা : এখন পর্যন্ত উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশের ১৭ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের ফিরিয়ে আনতে উদ্যেগ নিয়েছে ইউএস-বাংলা। কিন্তু তাদের নিজস্ব উড়োজাহাজে একসঙ্গে ১৫ জনের বেশি বহন করা সম্ভব হয়। আর তাই ইউএস বাংলা মরদেহ আনার বিষয়ে যোগাযোগ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে। কিন্তু এ বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

রোববার (১৮ মার্চ) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার একটি উড়োজাহাজ। সেখানে ২৬ বাংলাদেশিসহ নিহত হন ৫১ জন। আর নেপালের হাসপাতালে চিকিৎসা নেওয়া ৫ বাংলাদেশিকে দেশে এনে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)  হাসপাতালে। হাসপাতালের বার্ন অ্যাান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে এবং তাদের জন্য গঠিত হয়েছে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড।

আহতদের বিষয়ে বিস্তারিত জানাতেই এ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, মেডিকেল বোর্ডের প্রধান ডা. সামন্ত লাল সেনসহ অন্য চিকিৎসকরাও।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া শাহরিন আহমেদকে ৬ সপ্তাহ পর , মেহদি হাসান, কামরুন্নাহার স্বর্ণা ও আলামুন নাহার অ্যানিকে ২ সপ্তাহ এবং শেখ রাশেদ রোবাইয়াতকে ১০ থেকে ১২ দিন পর হাঁটতে দেওয়া হবে। তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন, তাদের যদিও আমরা স্থিতিশীল বলছি কিন্তু একেবারেই শঙ্কমুক্ত বলছি না।’

বিজ্ঞাপন

শাহরিন আহমেদ আরেকটু সুস্থ হলে তার একটি অস্ত্রোপচার করা হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা হাসপাতালে রোগীদের আশেপাশে ভিড় করবেন না। তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। ওখানে ভিড় হলে অসুবিধা হয়। আমরা তাদের অগ্রগতির বিষয়ে টাইম টু টাইম জানাব। হাসপাতালে তথ্যকেন্দ্র আছে, ওখান থেকে আপনারা তথ্য সংগ্রহ করতে পারবেন।’

এদিকে নেপালের হাসপাতালে চিকিৎসাধীন থাকা শাহীন ব্যাপারী আজ ঢাকায় আসবেন বলেও জানানো হয়। অপর দুই রোগী রেজওয়ানুল হক এবং ইমরানা কবীর হাসিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং মাথায় আঘাতপ্রাপ্ত অপর রোগী ইয়াকুব আলীকে দিল্লীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এইচএ/জেএ/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর