Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সকল নাগরিকের জন্য বিনামূল্যে করোনার টিকা দিতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২১ ১১:৫০

ঢাকা: বিনামূল্যে দেশের সকল নাগরিককে করোনাভাইরাসের টিকা দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘করোনার টিকা নিয়ে কোন বাণিজ্য নয়’ শিরোনামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সরকার জনগণের করের টাকায় করোনার টিকা আমদানি করছে, আর দেশের মানুষকে বেসরকারি ঔষধ কোম্পানি বেক্সিমকো ফার্মার কাছ থেকে এই করোনার টিকা ক্রয় করতে হচ্ছে। এতে করে দেশের জনসাধারণের দেওয়া করের হাজার হাজার কোটি টাকা লোকসান হবে এবং দেশ পথে বসবে। ভারত থেকে বেক্সিমকো ফার্মা প্রতি ডোজ টিকা কিনছে ৯০৮ টাকা করে আর বাংলাদেশ সরকারের কাছে বিক্রয় করবে প্রতিডোজ টিকা ১১২৫ টাকা। সরকারের সাথে ঘনিষ্টজনদের এই কোম্পানী বিশাল আকারের এই দালালী করতে যাচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের আপামর জনসাধারণের প্রাণের দাবি করোনার টিকা নিয়ে বাণিজ্য বন্ধ করতে হবে। বাংলাদেশের সকল নাগরিককে বিনামূল্যে করোনার টিকা দিতে হবে। বাংলাদেশ সরকারের উচিত জনগণের স্বার্থে করোনা টিকা বেক্সিমকোর মাধ্যমে আমদানি না করে জি টু জি পদ্ধতি সরাসরি আমদানি করে রাষ্ট্রীয় কোষাগারে জমানো জনগণের করের টাকা রক্ষা করা হোক। যদি জনগনের রক্ষায় শেখ হাসিনার সরকার ব্যর্থ হয় তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

সংগঠনের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সংগঠক গোলাম মোস্তফা সহ আয়োজক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

করোনা ভাইরাস গণতান্ত্রিক বাম ঐক্য

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর