Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশকে স্বাধীনতার ঘোষণার বিপরীতে ঠেলে দেওয়া হয়েছে: সাইফুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২১ ১৭:২৪

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘বাংলাদেশকে আজ স্বাধীনতার ঘোষণার বিপরীতে ঠেলে দেওয়া হয়েছে। এক দেশে দুই সমাজ দুই অর্থনীতি কায়েম হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করে দেশে কর্তৃত্ববাদী শাসন চালু করা হয়েছে।’

শনিবার (২৩ জানুয়ারি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় মুক্তিযুদ্ধের মৌল চেতনা-স্বাধীনতার ঘোষণার দেশ পরিচালনায় জনগণের নতুন বৃহত্তর আদর্শিক ও রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এই বাম নেতা।

সাইফুল হক বলেন, ‘এই জনপদের মানুষের কয়েক হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার সংগ্রাম। ইতিহাসের রক্তক্ষয়ী এই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ তার স্বাধীন রাজনৈতিক ভূখণ্ড অর্জন করে। কিন্তু এদেশের শাসকশ্রেণী আর শাসক গোষ্ঠির ব্যর্থতায় জনগণের স্বপ্নভঙ্গ হয়েছে। তাদের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষা প্রতারিত হয়েছে।’

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নঈম জাহাঙ্গীর, ইফতেখার আহমেদ বাবু, অধ্যাপক মাহমুদুর রহমান মাসুম, মহিউদ্দীন আহমেমদ, হাসান ফখরী, আবদুল মালেক, তাসমিন রানা, জুলফিকার রাসেল, শহীদুল আলম নান্নু, অধ্যাপক সুরাজ দেবনাথ, মুনিরুল হক বাবু, মাসুদ রানা, বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মোফাজ্জল হোসেন মোশতাকসহ অন্যরা।

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর