Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩৪

কিশোরগঞ্জ: করিমগঞ্জে গৃহবধূ রুবা আক্তার (১৮) হত্যা মামলায় অভিযুক্ত ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মোড়লপাড়া গ্রামের লুতু মিয়া (৩০), শরীফ (২২), সোহরাব (৪৫), মুসলিম (৫৫), নুরুন্নাহার (৪০), জোসনা বেগম (৪০)। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিল।

মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে গত ২০১১ সালের ৩ জুন গভীর রাতে নিহতের স্বামী শামীম তার স্ত্রী রুবা আক্তারকে ঘরে না পেয়ে নিহতের ভাই আল-আমিনকে জানালে প্রতিবেশিদের সহায়তায় খোঁজাখুঁজির পর বাড়ির পিছনের ডোবা থেকে রুবার লাশ উদ্ধার করে। পরে এ ঘটনায় নিহতের ভাই আল-আমিন বাদী হয়ে পরদিন করিমগঞ্জ থানায় স্বামী শামীমসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ হত্যার ঘটনায় স্বামী শামীমের সম্পৃক্ততা না পাওয়ায় তদন্ত শেষে তাকে অব্যাহতি দিয়ে বাকি ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

সারাবাংলা/এসএসএ

কিশোরগঞ্জ গৃহবধূ হত্যা মামলা রায়

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর