Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একমাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

লোকাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২১ ২১:৪৩

হিলি (দিনাজপুর): দীর্ঘ এক মাস পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে ভারত থেকে পেঁয়াজবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি কামাল বলেন, ‘ভারত সরকার পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর চলতি বছর জানুয়ারি মাসে পেঁয়াজ আমদানি শুরু হয়। দেশে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করে বড় ধরনের লোকসান গুণতে হয় আমাদের। তাই ২৭ তারিখ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় সব ব্যবসায়ীরা। বর্তমানে দেশের বাজারে দেশিয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দীর্ঘ এক মাস পর আবারও পেঁয়াজ আমদানি করা হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আমদানিকৃত এসব পেঁয়াজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। আমদানিকৃত পেঁয়াজের দাম ভালো পেলে আমদানি স্বাভাবিক থাকবে। প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে।

হিলি কাস্টমসের তথ্যমতে, বৃহস্পতিবার ভারতীয় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

সারাবাংলা/এমও

পেঁয়াজ পেঁয়াজ আমদানি হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর