Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টির বর্তমান অবস্থা বিধ্বস্ত: বিদিশা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ২৩:৪০

রংপুর: জাতীয় পার্টির বর্তমান অবস্থা বিধ্বস্ত বলে মন্তব্য করেছেন পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। তিনি বলেন, দলের দায়িত্বে যিনি আছেন তিনি নড়াচড়া করেন না। ছাত্র, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অবস্থা ভঙ্গুর। সৃষ্টিকর্তা জানেন এ দলের কী হবে।

সোমবার (২২ মার্চ) দুপুরে রংপুরের পল্লীনিবাসে হুসেইন মুহাম্মদ এরশাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিদিশা বলেন, ‘জাতীয় পার্টি প্রতিষ্ঠার পেছনে পল্লীবন্ধুর যে স্বপ্ন ছিল তা আজ ধ্বংসের পথে। এর আগেও আমি বলেছিলাম, জাপা লাইফ সাপোর্টে। আজও বলছি দলের অবস্থা এখন বিধ্বস্ত। তাই পার্টির তৃণমূলকে সংগঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে।’ তবে রংপুরবাসী চাইলে তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন বলে জানান।

পরে ছেলে এরিক এরশাদকে সঙ্গে নিয়ে এরশাদের জন্মদিন উপলক্ষে কেক কেটে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিদিশা। এ সময় বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামান, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, মহাসচিব আকতার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

এরশাদ জাতীয় পার্টি বিদিশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর