Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলা বন্দরে মেট্রোরেলের ৬ বগি খালাস শুরু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৩১ মার্চ ২০২১ ২০:০৫

মোংলা: মেট্রোরেলের ৬টি বগি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে থাইল্যান্ড পতাকাবাহী এমভি এস পি এম ব্যাংকক জাহাজ। বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় বন্দর জেটির ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে এ জাহাজটি। এরপর বিকাল সোয়া ৬টার দিকে জাহাজ থেকে প্রথম বগি মেট্রোরেলের কোচে নামানো শুরু হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা বলেন, মেট্রোরেলের (রেলওয়ে কার) ৬টি বগি নিয়ে আসা এটাই প্রথম চালান। এরপর ধীরে ধীরে আরও ১৩৮টি বগি এ বন্দর দিয়ে খালাস হবে। এগুলো নদীপথে ঢাকায় যাবে।

মেট্রোরেলের বগি নিয়ে আসা বিদেশি এ জাহাজের স্থানীয় এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ওহিউদুজ্জামান বলেন, রেলওয়ে কারগুলো জাপানের কাওয়াসাতি হ্যাভি ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড তৈরি করেছে। ২০২২ সালের মধ্যে ঢাকার মেট্রোরেলের ১৪৪টি বগি আসবে।

সুপারভাইজার মনোয়ার হোসেন বলেন, মেট্রোরেলের ৬টি বগি যথাযথ নিরাপত্তার সঙ্গেই নামানো সম্ভব হবে। এগুলো জাহাজ থেকে নামিয়ে সরাসরি ঢাকার পথে নিয়ে বার্জে তুলে দেওয়া হবে। প্রথম পর্যায়ে দুটি বগি নামিয়ে পাঠানো হবে। বৃহস্পতিবার অবশিষ্ট ৪টি বগি নামানো সম্ভব হবে। বৃহস্পতিবার বিকেল নাগাদ বগিগুলো বহনকারী বিদেশি জাহাজ ব্যাংককের উদ্দেশ্যে মংলা বন্দর ত্যাগ করবে।

সারাবাংলা/এসএসএ

বগি খালাস মোংলা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর