Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধের নির্দেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১৯:২৫ | আপডেট: ৪ এপ্রিল ২০২১ ২২:০২

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিস্তার রোধে এক সপ্তাহের জন্য ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করেছে সরকার। সোমবার (৫ এপ্রিল) ভোর ৬টা থেকে আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞাগুলো কার্যকর থাকবে। এই সময়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

রোববার (৪ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। আদেশ বাস্তবায়নে উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ৫ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

সারাবাংলা/এসবি/পিটিএম

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্‌ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর