Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতের বিরুদ্ধে হক্কানী আলেম সমাজের সংবাদ সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২১ ১৪:০৩

কওমি মাদ্রাসায় সরকার যেসব সুযোগ-সুবিধা প্রদান করেছে; তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন হক্কানী আলেম সমাজ। একইসঙ্গে হক্কানী আলেম সমাজের নেতৃবৃন্দ বলেন, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কারণে প্রয়োজনে হেফাজতের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে হেফাজত কর্তৃক পবিত্র ধর্ম ইসলামকে কলঙ্কিত করার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হক্কানী আলেম সমাজের নেতৃবৃন্দ এ কথা বলেন। এ সময় হাক্কানি আলেম সমাজের নেতা ড. কাফিল উদ্দিন সরকার সালেহী, মুফতি এহসানুল হক মুজাদ্দেদী, ডক্টর আব্দুল মমিন সিরাজী সহ আলেম সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হক্কানী আলেম সমাজ অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের আলেমগণ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় শিক্ষকতা করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুক্তিভিত্তিক বিয়ে সম্পর্কে নেতৃবৃন্দ বলেন, যখন নবীজির আমলে ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহাবীরা যুদ্ধে যেতেন তখন চুক্তিভিত্তিক বিয়ের নিয়ম ছিল। এই বিয়ে পরবর্তী সময়ে বাতিল করে দেওয়া হয়। ইসলাম চুক্তিভিত্তিক বিয়ে সমর্থন করে না।

 

সারাবাংলা/এএইচএইচ/এএম

হক্কানী আলেম সমাজ হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর