‘স্টে হোম’ অফারে ওয়ালটন ল্যাপটপে ২০% পর্যন্ত ছাড়
২৬ এপ্রিল ২০২১ ২৩:৫৭
করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে মানুষকে ঘরে রাখতে উৎসাহ দিতে ল্যাপটপে ‘স্টে হোম’ অফার ঘোষণা করেছে দেশীয় তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ‘অকারণে বাইরে নয়, ঘরে বসে পণ্য ক্রয়’ স্লোগানে এই অফারে ওয়ালটনের ল্যাপটপ ছাড়াও ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসিসহ বিভিন্ন পণ্যে রয়েছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়।
সোমবার (২৬ এপ্রিল) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ‘ওয়ালটন ল্যাপটপ স্টে হোম অফার অ্যাট ওয়ালটন ই-প্লাজা’ শীর্ষক এই অফার ঘোষণা করা হয়। গণমাধ্যমে পাঠানো ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ওয়ালটন আমাদের গর্ব। বাংলাদেশই শুধু নয়, ওয়ালটন বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছে। আমার বিশ্বাস ২০৪১ সালের মধ্যে ওয়ালটন ডিজি-টেক সারাবিশ্বে ডিজিটাল ইকোনমিতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। এক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম এবং ওয়ালকার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জারিন অরণা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক আজিজুল হাকিম।
অনলাইন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি আবুল বাশার হাওলাদার, ডিএমডি নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার, হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, ডিজিটাল প্রোডাক্টস ডিভিশনের সিইও লিয়াকত আলী, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, উদয় হাকিম, ফিরোজ আলম, জিনাত হাকিম, আদনান আফজালসহ অন্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকরা করোনা দুর্যোগের মধ্যে ঘরে বসেই eplaza.waltonbd.com/computer লিংক থেকে সব ধরনের ডিজিটাল ডিভাইস কিনতে পারবেন। পণ্যভেদে রয়েছে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও শূন্য শতাংশ সুদে ইএমআই-সহ বিভিন্ন সুবিধা। ই-প্লাজা থেকে কেনা এসব পণ্যের মূল্য ক্যাশ অন ডেলিভারি, অনলাইন ব্যাংকিং (ডেবিট-ক্রেডিট কার্ড) কিংবা মোবাইল ব্যাংকিংয়ের (নগদ/বিকাশ/রকেট) মাধ্যমে পরিশোধের সুযোগ রয়েছে। থাকছে হোম ডেলিভারির সুবিধা।
পণ্য সংক্রান্ত যেকোনো বিষয় জানা যাবে ওয়ালটনের হটলাইন নম্বর ১৬২৬৭ ও ০৯৬১২৩১৬২৬৭-তে ফোন করে।
সারাবাংলা/টিআর