ফারইস্ট ফাইন্যান্সে নিরীক্ষক নিয়োগ দেবে ‘বিএসইসি’
৩ মে ২০২১ ২০:৫৯
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে নিরীক্ষক নিয়োগ দেবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (৩ মে) বিএসইসির ৭৭২তম নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও সভায় করোনাভাইরাস মহামারি পরিস্থিতি ও সরকার ঘোষিত বিধি-নিষেধ বিবেচনাপূর্বক ডেবিট এবং ইক্যুইটি সিকিউরিটি ইস্যুর মাধ্যমে মূলধন উত্তোলনের জন্য আবেদনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের অতিরিক্ত ৬০ দিন বাড়ানো হয়েছে।
সভা শেষে বিএসইসি‘র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কার্যাবলীসহ আর্থিক বিবরণী বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এজন্য একজন নিরীক্ষক নিয়োগ দেওয়া হবে।
আরও বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এবং ডিপোজিটরি আইন, ১৯৯৯ এবং তাদের অধীন প্রণীত বিধিমালা, প্রবিধানমালা, নির্দেশনা এবং আদেশ অনুযায়ী বিভিন্ন আর্থিক হিসাব বিবরণী, প্রতিবেদন, তথ্যাদি ইত্যাদি কমিশন বা স্টক এক্সচেঞ্জ বা ডিপোজিটরি কোম্পানিতে দাখিলের ক্ষেত্রে সরকার ঘোষিত বিধি-নিষেধের সময়সীমা উল্লেখিত সিকিউরিটিজ আইনে নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে। একইসঙ্গে কমিশন সভায় বিদেশি কোম্পানিকে মিউচ্যুয়াল ফান্ডের স্পন্সর হিসেবে অংশগ্রহণে এক নির্দেশনা অনুমোদন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড রুলস, ২০২১ খুব শিগগিরই বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হবে।
পাশপাশি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড রুলস, ২০২১ এর খসড়া জনমত যাচাই পরবর্তী অনুমোদন করেছে কমিশন। যা শিগগিরই বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
সারাবাংলা/জিএস/এমও