Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ মুহূর্তে জমজমাট ঈদের কেনাকাটা


১৩ মে ২০২১ ২১:১৩

ঢাকা: ঈদের আগের দিন শেষ মুহূর্তের কেনাকাটায় দিন পার করেছেন ক্রেতারা। নগরীর বেশিরভাগ শপিংমলে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বিক্রেতারাও ছাড় দিয়ে পণ্য বিক্রি করেছেন। কোনো কোনো বিক্রেতার দাবি—শেষ দিন বলেন কেনা দামেও ঈদের পোশাক বিক্রি করছেন তারা। আর ক্রেতাদের অনেকেই শেষ দিনে টুপি ও আতর কিনতে বেশি আগ্রহ দেখিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে রাজধানীর কয়েকটি শপিংমল ও ফুটপাত ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে দেখা গেছে ক্রেতাদের ভিড়। এই মার্কেটের একটি কাপড়ের দোকান আলিফ কালেকশনের কর্মচারী নাহিদ সারাবাংলাকে বলেন, বেচাকেনা একেবারেই ঢিলেঢালা। ক্রেতা থাকলেও তারা কিনছে কম। আমরা পারলে কেনাদামে বিক্রি করছি। তবু ক্রেতা পাচ্ছি না।

একই মার্কেটের পাঞ্জাবির দোকান আরহাম পাঞ্জাবির মফি সারাবাংলাকে বলেন, করোনার মধ্যেও এবার ভালো বেচাকেনা হয়েছে। দোকানে এখন সব সাইজের পাঞ্জাবি নেই। বেচাকেনা নিয়ে সন্তুষ্ট। কাল ঈদ হওয়ায় কেনা দামেও আজ পাঞ্জাবি বিক্রি করছি।

রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে দেখা গেছে সব দোকানেই ক্রেতাদের ভিড় রয়েছে। পুরুষের পাঞ্জাবি, নারীদের পোশাক ও জুতার দোকানে ভিড় সবচেয়ে বেশি।

ওই শপিংমলে এপেক্স শো রুমে কথা হয় তেজতুরি বাজারের বাসিন্দা অনামিকার সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন, ঈদের কেনাকাটা আগেই শেষ করেছি। ছেলেমেয়েদের নিয়ে আজ জুতা কিনতে এসেছি।

ফার্মগেটের সেজান পয়েন্ট, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজাসহ কয়েকটি মার্কেটেও একই চিত্র দেখা গেছে। এদিকে ফার্মগেটের ফুটপাতের একটি দোকানে টুপি ও আতর বিক্রি করছিলেন শাকিল। তিনি বলেন, বেচাকেনা বেশ ভালো। শেষ মুহূর্ত হওয়ায় বেশি দরদাম করতে হচ্ছে না। আমরাও কম দামে টুপি আতর বিক্রি করার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবার করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে ঈদ উপলক্ষে সীমিত পরিসরে শপিংমল খোলার অনুমতি রয়েছে, ফলে অন্যান্যবারের মতো এবারও ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা।

ছবি: হাবিবুর রহমান

ঈদ মার্কেট ঈদের কেনাকাটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর