Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলেসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২১ ২১:০৩

কিশোরগঞ্জ: জেলার সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নের জালিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) বিকাল তিনটার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদর উদ্দিন জানান, ঘটনার সময় নিজ বাড়ির কাছেই পঞ্চম শ্রেণির ছাত্র সাঈদ (১০) সাইকেল চালিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার আর্তচিৎকারে চাচাত ভাই নবম শ্রেণির ছাত্র বাবলু (১৪) এগিয়ে এলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

বিজ্ঞাপন

তাদেরকে উদ্ধার করতে বাবলুর বাবা হারুনুর রশীদ (৪০) এগিয়ে এলে তিনিও মারাত্মক দগ্ধ হন।

পরে এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে অচেতন অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর আনসারী জানান, হাসপাতালে আনার আগেই তিন জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এমও

কিশোরগঞ্জ টপ নিউজ বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর