খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত
২০ জুন ২০২১ ১৭:০১
খুলনা অঞ্চলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) চলমান মাস্টার্সের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের
সভাপতিত্বে উপ-উপাচার্য ও ডিনদের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রেজিস্ট্রার দফতরের জারি করা অফিস আদেশে জানানো হয়, আগামী ২২ জুন থেকে খুলনা জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষিত হয়েছে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের পরীক্ষা আজ রোববার (২০ জুন) শুরু হওয়ার কথা ছিল। এছাড়া ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ২২ জুন, গণিত ডিসিপ্লিন ২৪ জুন, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন ২৪ জুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ২৯ জুন, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন ১ জুলাই পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছিল।
সারাবাংলা/এসএসএ