হাসপাতালে যৌন হয়রানির শিকার নারী চিকিৎসক
২৯ মার্চ ২০১৮ ২০:৫৫ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ২২:৪২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সিএসসিআর (সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিচার্স) হাসপাতালে এক নারী চিকিৎসক যৌন হয়রানির শিকার হয়েছেন। বেসরকারি এই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জামাল আহমেদ খোদ এই চিকিৎসককে হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে নগরীর প্রবর্তক মোড়ে হাসপাতালে এই ঘটনার পর জামাল আহমেদ এবং বিএমএ চট্টগ্রামের কয়েকজন নেতা মিলে সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।
এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার ওই হাসপাতালের প্রায় ৭০ জন চিকিৎসক কর্মবিরতি পালন করেছেন। এর আগে তারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশও যায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ সারাবাংলাকে বলেন, একজন নারী চিকিৎসক যৌন হয়রানির শিকার হয়েছেন এবং তার সহকর্মীরা বিক্ষোভ করছেন শুনে আমরা সিএসসিআর হাসপাতালে যাই। ওই চিকিৎসককে থানায় অভিযোগ দিতে বলা হয়েছিল কিন্তু তিনি অভিযোগ দেননি। সম্ভবত নিজেরাই মীমাংসা করেছেন।
সূত্রমতে, গত মঙ্গলবার বেলা দুইটার দিকে এমডি ওই নারী চিকিৎসককে নিজের কক্ষে ডেকে নিয়ে কথা বলার একপর্যায়ে তার সাথে অশালীন আচরণ করেন। এসময় তাকে আরও ভালো সুযোগ দেওয়ার প্রলোভন দেখানো হয়। একপর্যায়ে চিকিৎসক দ্রুত ওই কক্ষ থেকে বের হয়ে আসেন।
এ ব্যাপারে বুধবার হাসপাতাল কতৃর্পক্ষ বরাবরে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী চিকিৎসক।
জানতে চাইলে সিএসসিআর’র চেয়ারম্যান মুলকুতুর রহমান বলেন, বিএমএ এবং আমরা মিলে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করেছি। কিন্তু কিছু জুনিয়র ডাক্তার পরে আবার ধর্মঘট করেছে। এটা ঠিক হয়নি। জামাল আহমেদকে এমডি পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও জানান চেয়ারম্যান।
সারাবাংলা/আরডি/এমএইচ