Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আসছে রিসার্কুলেশন প্লান্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২১ ১৬:২৭

ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে তিনটি রিসার্কুলেশন প্লান্ট পাঠানো হয়েছে। ইজেভেস্ক ইলেক্ট্রোক্যামিক্যাল প্লান্ট থেকে এটোমস্ত্রয় এক্সপার্ট কোম্পানিকে পাঠানো এ সরঞ্জামগুলো সেন্ট পিটার্সবার্গ থেকে সমুদ্রপথে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কমিশন—রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিসার্কুলেশন প্লান্টগুলো অত্যন্ত উচ্চ প্রযুক্তিসম্পন্ন। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তি শিল্প আরও শক্তিশালী হবে। প্লান্টগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে পারে। এটি মেইন কন্টেইনমেন্ট এরিয়াতে যেখানে রিঅ্যাক্টর থাকে সেখানে এটি রিঅ্যাক্টর অপারেশনের জন্য প্রয়োজনীয় শীতল বাতাস সরবরাহ করবে।

আরও বলা হয়, এ প্লান্টে একটি ফ্যান, এয়ারকুলার কানেক্টর এবং এদের মাঝখানে একটি কনফুউজর থাকে। প্লান্টগুলোর প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে প্যাকেজ হিসেবে পাঠানো হয়েছে। সার্কুলেশন প্লান্টগুলোকে ইজিভেস্ক সমুদ্র বন্দর থেকে গত সপ্তাহে সেন্ট পিটার্সবার্গে পাঠানো হয়েছে। দীর্ঘ সময় সমুদ্র পথ পারি দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দরে সরঞ্জামভর্তি জাহাজ এসে পৌঁছাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ভ্যান এ ইএস প্রকল্পের (পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সরঞ্জামের গবেষণা ও অর্ডার প্রস্ততকারক) ব্যবস্থাপক আন্দ্রে পেস্তভ বলেন, আমরা রাষ্ট্রীয় করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগের সঙ্গে একত্রে রিসার্কুলেশন প্ল্যান্ট তৈরি করে পাঠিয়েছি। এ সকল সরঞ্জাম ডকুমেন্টশনের ডিজাইনার এবং প্রধান প্রযুক্তি বিষয়ক পরামর্শক আফ্রিকান্টভ ওকেবি মেকানিকাল ইঞ্জিনিয়ারিং (আফ্রিকান্টভ ওকেবিএম জেসি) এ প্রকল্পের যাবতীয় ডিরেকশন সম্পন্ন করেছে। যার ফলে শক্তিশালী রিসার্কুলেশন প্ল্যান্ট উডমার্ক প্রজাতন্ত্রে নির্মাণ করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

শিপমেন্ট করার আগে কাজটাকে এক্সেপটেন্স কমিটি গ্রহণযোগ্যতা দেয়। ইনস্টিটিউট ডেভেলপারের প্রতিনিধিরা এবং তাদের প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। তারা সকলে পারমাণবিক শক্তি ব্যবহারের জন্য পণ্যের মান নিয়ন্ত্রণ করে অনুমতি দিয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কুপলের দক্ষ কর্মীরা আরও সাতটি আরপি তৈরি করে পাঠাবে। সম্পূর্ণ আইইএমপিতে ২০২১-২২ সালের মধ্যে এটমস্ত্রয় এক্সপোর্টের সঙ্গে চুক্তি অনুযায়ী আরও ২০টি রিসার্কুলেশন প্ল্যান্ট তৈরি করে পাঠাবে।

সারাবাংলা/জেআর/এসএসএ

রিসার্কুলেশন প্লান্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর