ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিতদের চিকিৎসা সেবায় যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিল্ড হাসপাতাল। প্রাথমিকভাবে প্রথম দিনে ৪০টি আইসিইউসহ ৩৫৭ শয্যা নিয়ে এই ফিল্ড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। তবে রেফার্ড রোগী ছাড়া এই হাসপাতালে কোনো রোগী ভর্তি করা হবে না।
শনিবার (৭ আগস্ট) বিএসএমএমইউর কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধনের সময় এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
এ বিষয়ে ডা. খুরশীদ বলেন, আমরা জানি ঢাকা শহরের যতগুলো কোভিড হাসপাতাল আছে, সেগুলোর প্রায় সবই রোগীতে পরিপূর্ণ। এই অবস্থায় সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে বিএসএমএমইউ’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। তবে এই হাসপাতালে রেফার্ড পেশেন্ট ছাড়া অন্য কোনো রোগী ভর্তি করা হবে না।
তিনি বলেন, অন্য জায়গা থেকে যে রোগীদের এখানে রেফার্ড করা হবে, সে রোগীরাই আসবে এবং চিকিৎসা নেবে। এছাড়া যদি অন্যান্য জায়গা থেকে সাধারণ রোগীরা এখানে আসতে থাকে, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।
ডা. খুরশীদ আরও বলেন, যারা অন্য হাসপাতালে ভর্তি আছেন, তারা অযথাই এখানে এসে যেন ভিড় না করেন। আমরা এখানে একেবারেই ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসা দেব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ অন্যান্যরা।