Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তালেবানদের ক্ষমতা দখলে এশিয়ার নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২১ ২০:২৪

সাইফুল হক, ফাইল ছবি

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলে এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ, অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘ভিয়েতনামের পর আফগানিস্তানে দখলদার আগ্রাসী মার্কিন বাহিনীর লজ্জাজনক রাজনৈতিক ও সামরিক পরাজয় ঘটেছে। তালেবানদের বিজয়ে আফগান জনগণের স্বাধীনতার মুক্তি, নারী অধিকারসহ গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে নতুন উদ্বেগ-উৎকন্ঠার জন্ম দিয়েছে। আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের মধ্য দিয়ে এশিয়ার এই অঞ্চলের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ ও নতুন অস্থিরতা দেখা দেবে। এই অঞ্চলের দেশ ও জনগণের নিরাপত্তা ঝুঁকিও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘তালেবানদের ঘোষিত শরিয়া আইনের সঙ্গে কিভাবে আফগান নারী সমাজসহ জনগণের স্বাধীনতা, মুক্তি, গণতান্ত্রিক ও মানবিক অধিকারসমূহ নিশ্চিত হবে সেটা এখন বড় রাজনৈতিক বিষয়। গত দুই দশকে তাবেদার সরকারের আমলেও আফগান নারীরা যেটুকু অধিকার ও মর্যাদা অর্জন করেছে তা অব্যাহত থাকবে কি না তা নিয়েও গুরুতর সংশয় দেখা দিয়েছে।’

আফগানিস্তানে সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধেও জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় এগিয়ে আসবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

ক্ষমতা দখল তালেবান নিরাপত্তা ঝুঁকি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর