অগ্রযাত্রার দ্বিতীয় বছরে ড্রাইভিল
২৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৫
আমেরিকান রাইডশেয়ারিং প্রতিষ্ঠান ‘ড্রাইভিল’ বাংলাদেশে গত ৮ সেপ্টেম্বর তাদের এক বছর অতিক্রম করল। এই পথচলায় তারা নতুন করে শুরু করেছে ড্রাইভিল কুরিয়ার সেবা। বর্তমানে সারা দেশে ছড়িয়ে আছে ড্রাইভিল কুরিয়ারের শক্তিশালী নেটওয়ার্ক।
কুরিয়ার সেবা ছাড়াও শিগগিরই আরও কিছু নতুন সেবা নিয়ে হাজির হতে যাচ্ছে এই মার্কিন প্রতিষ্ঠানটি। তারই প্রেক্ষাপটে বাজারে ছাড়া হয়েছে ড্রাইভিলের নতুন সুপার অ্যাপ ‘ড্রাইভিল কানেক্ট’। অ্যাপটি আপাতত প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। তবে অ্যাপ স্টোরে আসতে আরও সময় লাগতে পারে।
পণ্য ট্রাকিং থেকে শুরু করে সকল প্রকার সুবিধা নিয়ে এগিয়ে চলছে ড্রাইভিল কুরিয়ার। ফেব্রুয়ারিতে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ড্রাইভিল কুরিয়ার এখন পর্যন্ত ১ লাখেরও বেশি পন্য ডেলিভারি করতে সক্ষম হয়েছে। যার মোট লেনদেনের পরিমান ১৫ কোটিরও বেশি। যা ড্রাইভিল এর অনেক বড় একটি মাইলফলক।
সারাবাংলা/এএম