Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার শুক্র গ্রহে অভিযানের পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর ২০২১ ০৩:৪০

ঢাকা: মহাকাশে একের পর এক উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করছে সংযুক্ত আরব আমিরাত। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গল অভিযানের পর এবার নজর আরও দূরের গ্রহ শুক্রর দিকে। আরব আমিরাত জানিয়েছে, আগামী সাত বছরের মধ্যে শুক্র অভিযান শুরু হবে। একই অভিযানে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে একটি গ্রহাণু বেল্ট পর্যবেক্ষণ করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। আল আরাবিয়ার খবর।

সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৮ সালে এ যাত্রা শুরু হবে, পাঁচ বছর পর ২০৩৩ সালে মহাকাশযান অবতরণ করবে। এ যাত্রায় মহাকাশযান পাড়ি দেবে ৩.৬ বিলিয়ন কিলোমিটার দূরত্ব।

বিজ্ঞাপন

মহাকাশযানটি ২০৩০ সালে একটি প্রধান গ্রহাণু বেষ্টনীতে প্রথম উড্ডয়ন করবে। ২০৩৩ সালে পৃথিবী থেকে ৫৬০ মিলিয়ন কিলোমিটার দূরে একটি গ্রহাণুতে চূড়ান্ত অবতরণের আগে মোট সাতটি প্রধান গ্রহাণু বেষ্টনী পর্যবেক্ষণ করবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মহাকাশ অভিযানে সফলতা পায় সংযুক্ত আরব আমিরাত। তেলসমৃদ্ধ দেশটির উচ্চাভিলাষী মহাকাশ প্রকল্প হোপ মিশনের মহাকাশযান মঙ্গলগ্রহের কক্ষপথে সফলভাবে প্রদক্ষিণ করছে। ইতিমধ্যে মহাকাশযানটি মঙ্গল গ্রহের ছবি পাঠানো শুরু করেছে।

আমিরাত ২০২৪ সালে চাঁদে একটি মানববিহীন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে। এছাড়া দেশটি ২১১৭ সালের মধ্যে মঙ্গলে একটি মানব উপনিবেশ গড়ে তোলার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে।

উল্লেখ্য যে, ১৯৬২ সালে প্রথম শুক্রতে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের নাসা। পরে সোভিয়েত ইউনিয়ন, ইউরোপীয় মহাকাশ সংস্থা ও জাপানের মহাকাশযান শুক্র গ্রহের কক্ষপথে সফলভাবে প্রদক্ষিণ করেছে।

বিজ্ঞাপন

সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র। এ গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৪৬৫ ডিগ্রি সেলসিয়াস।

সারাবাংলা/আইই

শুক্র গ্রহে অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর