Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুন লাগিয়েছে উগ্রবাদীরা: রংপুরের এসপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২১ ১৩:৩৯

ঢাকা: রংপুরের পীরগঞ্জ উপজেলার মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামের ২০টি বাড়িতে আগুন লাগানোর ঘটনাটি ধর্মীয় উগ্রবাদী কাজ বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

সোমবার (১৮ অক্টোবর) তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘আগুন সংযোগ, লুটপাট, নিরীহ মানুষের বাড়িঘরে পাকিস্তানি বাহিনীর মতো অগ্নিসংযোগ, লুটতরাজ, একেবারে পথে বসিয়ে দেওয়া; এ ধরনের কাজ যারা ঘটিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আমরা গতকালকেই ২০ জনকে ধরেছি। আজকেও ১২-১৩ জনকে আমরা অ্যারেস্ট করেছি। যতক্ষণ না পর্যন্ত আমরা এটিকে একটি গ্রহণযোগ্য মাত্রায় নিতে না পারি ততক্ষণ আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশন চলবে।’

এক ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপার এ সময় জানান।

সারাবাংলা/একে

পুলিশ সুপার রংপুরে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর