Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংঘবদ্ধ হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২১ ২৩:৩৬

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় পৈত্রিক জমি উদ্ধারে গিয়ে স্থানীয়দের সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান (৭১)।

বুধবার (২৭ অক্টোবর) ওই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, টেকনোয়াদ্দা মৌজায় বীর মুক্তিযোদ্ধা ডা. মান্নান তাদের পৈত্রিক জমিতে সীমানা পিলার স্থাপনের কাজ শুরু করার পর ওই জমির পূর্ব এবং দক্ষিণ পাশের কিছু অংশ দখল করে থাকা মো. খোকন, মিলন এবং হিরনের নেতৃত্বে নারীসহ অজ্ঞাত ১০-১৫ জন সংঘবদ্ধ হামলা চালায়। সে সময় তাদেরকে বাঁধা দিতে গেলে এলোপাতাড়ি আক্রমণের শিকার হন বীর মুক্তিযোদ্ধা ডা. মান্নান এবং তার ছেলে শামসুল আরেফিন। একইসঙ্গে তারা ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সারাবাংলাকে জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, অভিযুক্তদের ব্যাপারে এর আগেও রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং লিখিত আকারে অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলেও তারা ব্যাপারটির কোনো সুরাহা করেনি।

সারাবাংলা/একেএম

নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধার ওপর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর