ঢাবি ‘ক’ ইউনিটে প্রথম সিয়াম— ‘ক্রেডিট যুদ্ধে’ ২ কোচিং সেন্টার
৩ নভেম্বর ২০২১ ১৮:৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মেফতাউল আলম সিয়াম। স্বাভাবিকভাবেই অভিনন্দনে ভাসছেন বগুড়ার এই শিক্ষার্থী। তবে গোলমাল লেগেছে অন্যখানে। উদ্ভাস এবং ইউসিসি— বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার শীর্ষস্থানীয় দুই কোচিং সেন্টারই মেফতাউলকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করছে!
বুধবার (৩ নভেম্বর) ঢাবি ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার এই ফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটেই ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মেফতাউল আলম সিয়াম। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় তিনি পেয়েছেন ৯৭ দশমিক ৭৫ নম্বর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বরসহ মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ১১৭ দশমিক ৭৫।
ফলপ্রকাশের পরপরই উদ্ভাসের ফেসবুক পেজ থেকে লাইভে সংযুক্ত হন মেফতাউল ইসলাম সিয়াম। এসময় তিনি জানান, ফলপ্রকাশের সময় তিনি সেলুনে ছিলেন এবং উদ্ভাসের পক্ষ থেকেই তাকে ফোন করে তার ফল সম্পর্কে জানানো হয়।
সিয়াম বলেন, উদ্ভাসের সঙ্গে উচ্চ মাধ্যমিকের ফাইনাল মডেল টেস্ট থেকে ছিলাম। ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল— দু’টিতেই এনরোল করেছিলাম।
এদিকে ফলপ্রকাশের পর আরেক কোচিং সেন্টার ইউসিসি-ও তাদের ফেসবুক পেজে সিয়ামের সঙ্গে তাদের বগুড়া শাখার পরিচালকের একটি ছবি সংযুক্ত করে পোস্ট করে। তাতে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ। UCC মানে-ই অবিস্মরণীয় সাফল্য! ঢাবি ‘ক’ ইউনিটে (বিজ্ঞানে) এবার প্রথম।’ ইউসিসির দেওয়া সেই ফেসবুক পোস্টে সিয়ামের ভর্তি সংক্রান্ত একটি ফরমের ছবিও সংযুক্ত ছিল।
এ প্রসঙ্গে জানতে ইউসিসির কেন্দ্রীয় অফিসে যোগাযোগ করা হলে কোচিংটির ফার্মগেট শাখার পরিচালক কামাল উদ্দীন পাটওয়ারী সারাবাংলাকে বলেন, সে বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞানের ছাত্ররা একাধিক জায়গায় কোচিং করতেই পারে। আমাদের বগুড়া শাখায় সে কোচিং করেছে। তবে আমি একবারও বলছি না যে সে উদ্ভাসে কোচিং করেনি। বরং আমি শুনেছি, সে মেডিকোতেও কোচিং করেছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক উদ্ভাসের ব্যবস্থাপনা পর্ষদের এক সদস্য সারাবাংলাকে বলেন, সিয়াম লাইভে এসে যা বলার বলেছে। সে আমাদের ছাত্র এবং ক্লাস এইট থেকেই উদ্ভাসের সঙ্গে ছিল। যে কোচিং সেন্টারটি তাকে তাদের শিক্ষার্থী দাবি করছে, সেখানে সিয়াম কেবল একটি মডেল টেস্ট দিয়েছিল। সিয়ামই সেটি আমাদের জানিয়েছে।
জানা গেছে, সিয়ামের বাড়ি বগুড়া শিবগঞ্জের ময়দানহাটা ইউনিয়নের দাড়িদহ গ্রামে। খোরশেদ আলম ও মঞ্জিলা আরম দম্পতির তিন সন্তানের মধ্যে সিয়াম বড়। ছোট দুই জমজ ভাই বগুড়া জেলা স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
মেফতাউল আলম সিয়াম উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেছেন বগুড়াতেই। বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও আজিজুল হক সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। দুই পরীক্ষাতেই তার ফল জিপিএ-৫।
স্কুল-কলেজের এই সাফল্যের ধারাবাহিকতা ভর্তি পরীক্ষাতেও অব্যাহত রেখেছেন সিয়াম। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ভর্তি পরীক্ষা দিয়ে প্রথম হয়েছেন তিনি। শুধু তাই নয়, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাতেও তার অবস্থান ৫৯তম। অর্থাৎ চাইলে ঢাকা মেডিকেল কলেজেই পড়ার সুযোগ পাবেন তিনি। আগামী শনিবার (৬ নভেম্বর) তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষাতেও অংশ নেবেন। ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার কোচিং প্রসঙ্গে অবশ্য মেফতাউল আলম সিয়ামের কোনো বক্তব্য সারাবাংলা সরাসরি জানতে পারেনি।
সারাবাংলা/আরআইআর/টিআর
ঢাবি ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মেফতাউল আলম সিয়াম