Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৭৫-এর মতো বাকশালী ব্যবস্থা প্রতিষ্ঠার গভীর ষড়যন্ত্র চলছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২১ ২০:০০

ঢাকা: ১৯৭৫ সালের মতো ফের বাকশালী ব্যবস্থা প্রতিষ্ঠার গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আজকের প্রেক্ষাপটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ সার্বক্ষণিক একটা প্রচার প্রপাগাণ্ডা চালায়- বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধবিরোধী। তারা সেই প্রথম থেকে এ কথা বলা শুরু করেছে। এটা যে কত অসার, তা প্রমাণ হয় যখন দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা-যাদের বয়স ৫০ এর উপরে তাদের বেশিরভাগই হলেন মুক্তিযোদ্ধা। দুঃখজনক হলেও সত্য যে, যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, বিশেষ করে আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তখন আওয়ামী লীগের প্রায় সব নেতা হয় পাকিস্তানে, না হয় ভারতে পালিয়েছিলেন।’

তিনি বলেন, ‘৭ নভেম্বর আমাদের দেশকে, জাতিকে রক্ষা করেছে। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। স্বাধীনতা প্রায় আমাদের হাত থেকে চলেই গিয়েছিল। সে সময় বাকশাল তথা একদলীয় শাসন ব্যবস্থা যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চাইল ১১ মিনিটের পার্লামেন্টারি ক্যু’র মধ্য দিয়ে, তখন কিন্তু আমাদের দেশের স্বাধীনতার যে আশা-আকাঙ্ক্ষা ছিল, সেটি সেদিন সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল। বহুলদলীয় গণতন্ত্রকে বাদ দিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘৭ নভেম্বর জিয়াউর রহমান আমাদের একটা নতুন আশার আলো দেখিয়েছিল। এর মধ্যে দিয়ে আবার বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, একটা মুক্ত সমাজ ও মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি করেছিলেন। আজকের প্রেক্ষাপটে আমরা যদি দেখি, আমাদের সেই স্বপ্ন আবার ধ্বংস হয়ে গেছে। জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনায় আসলেন এবং বিএনপি গঠন করলেন, তখন একটা আমূল পরিবর্তন শুরু হয়েছিল দেশে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে। সেই পরিবর্তনের ফলে কিন্তু আজকে অর্থনৈতিকভাবে টিকে থাকার যে ভিত্তিটা, সেই ভিত্তিটা তৈরি হয়েছিল।’

‘কিন্তু আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে আবারও সেই ৭৫ সালের মতো একটা বাকশালী ব্যবস্থা প্রবর্তনের জন্য গভীর চক্রান্ত হচ্ছে’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমর বীর উত্তম, বিএনপির মুক্তযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক আবদুস সালাম।

সারাবাংলা/এজেড/পিটিএম

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর