গাইবান্ধা: গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় হানিফ পরিবহনের পলাতক বাসচালক সোলায়মান আলীকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থানে রংপুরমুখী দ্রুতগামী বাস হানিফ পরিবহনের চাপায় ব্যাটারি চালিত ইজিবাইকের ছয় যাত্রী নিহত হন।
এ সময় পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের একটিদল অভিযান চালিয়ে দুপুর দুইটার দিকে বগুড়ার সোনাতলা থেকে চালক সোলায়মান আলীকে গ্রেফতার করে। সোলায়মান আলী মানিকগঞ্জের নুরুল ইসলামের পুত্র।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত চালক সোলায়মান আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।