Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় চাচাকে খুন

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২১ ১৪:৩০

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন চাচা। রোববার (২৮ নভেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার সিন্দুরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাজিম শাহ ওরফে চেংকু (৪০)। তিনি ওই গ্রামের মৃত ময়েজ শাহের ছেলে।

ঘটনার পর পালানোর সময় ভাতিজা নাসির উদ্দীনকে (৪০) আটক করেছে পুলিশ। নাসিরের বাবার নাম নাজু শাহ। চাচাকে কোপানোর পর নাসির মোহনপুর থানার সামনে দিয়েই পালাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ থানার সামনে তাকে আটক করে।

নিহত নাজিম শাহর বড় ভাই বায়েম শাহ জানান, দুই বছর আগে নাসির তাঁর বাবা নাজুকে কোদালের কোপ দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছিলেন। ওই ঘটনায় করা মামলার সাক্ষী ছিলেন ছোট ভাই নাজিম শাহ। কিছু দিন আগে তিনি ভাতিজার বিরুদ্ধে আদালতে সাক্ষী দেন। এ কারণে চাচার ওপর ক্ষিপ্ত ছিলেন ভাতিজা নাসির।

বায়েম শাহ আরও জানান, বাবাকে হত্যাচেষ্টা মামলার আসামি হলেও নাসির পরিবারের সঙ্গেই থাকতেন। বাড়িতে মাঝে মাঝে ছুরি-চাকু বের করে চাচাকে হত্যার হুমকি দিতেন। রোববার সকালে পরিবারের সবাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট দিতে যান। ফাঁকা বাড়িতে খেতে বসেছিলেন নাজিম। তখন ছুরি নিয়ে এসে চাচাকে কুপিয়ে আহত করেন নাসির। এরপর নাজিম বাড়ি থেকে বের হয়েই পড়ে যান। তখনই তার মৃত্যু হয়।

মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নাজিমের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আর থানার সামনে দিয়ে পালানোর সময় নাসিরকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এএম

খুন টপ নিউজ রাজশাহী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর