মুরাদের মন্তব্যে নারীপক্ষের ক্ষোভ
৬ ডিসেম্বর ২০২১ ০৯:৫৭
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া এবং নাতনি জাইমা রহমানকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে নারীপক্ষ।
রোববার (৫ ডিসেম্বর) নারীপক্ষের আন্দোলন সম্পাদক তামান্না খান পপির সই করা এক বিবৃতিতে এই ক্ষোভ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান গত ৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারে সাবেক বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান এবং নাতনি জাইমা রহমান সম্পর্কে যে নোংরা গালাগালি করেছেন এর জন্য তার বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক পদক্ষে নেওয়া হয়েছে বলে জানা যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো নারীকে গালি দেওয়া এবং নারী বিদ্বেষী ও বর্ণবাদী কথন কী করে একজন জনপ্রতিনিধি কেবল নয়, মন্ত্রী পরিষদের সদস্যও বটে, উচ্চারণ করতে পারেন এবং এর জন্য আবার গর্ব প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার দাবি করেন যে তারা নারীবান্ধব। নারীর প্রতি ন্যূনতম সম্মান রেখে কথা বলতে পারেন না সেই ব্যক্তি তারপরও কী করে পদে বহাল থাকেন?
নারীপক্ষের পক্ষ থেকে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ প্রত্যাশা করা হয়েছে।
সারাবাংলা/এএম