Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রকে অত্যাচারের যন্ত্র বানানো হয়েছে: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২২ ২২:৫৭

ফাইল ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: রাষ্ট্রকে অত্যাচারের যন্ত্র বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ ২৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এ বিবৃতি দেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাষ্ট্রকে বানানো হয়েছে অত্যাচারের যন্ত্র। বিরোধীদলকে ধ্বংস করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। বিরোধীদল ও মতের মানুষেরা বসবাস করছে বন্দি শিবিরে বসবাস করার মতো। নির্বাচন, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতাসহ সব অধিকার সমাধিস্থ করা হয়েছে। মিথ্যা মামলা, গ্রেফতার, জুলুম-নির্যাতনের এক বিপজ্জনক পরিবেশে বিএনপিসহ বিরোধীদলের মানুষকে জীবনযাপন করতে হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘শাসকগোষ্ঠীর দানবেরা রক্তের নেশায় সারাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। বিরোধী নেতাকর্মীদের হত্যা কিংবা গুরুতর জখম করা হচ্ছে। অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধীদলগুলোর নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং কারান্তরীণ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ ২৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের বর্তমান জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক সংঘটিত অপশাসনেরই একটি নিকৃষ্ট উদাহরণ।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন গ্রাম থেকে শহরে ঐক্যবদ্ধ হচ্ছে। সরকারের ক্ষমতা টলোমলো বলেই তারা নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তবে এতে কোনো কাজ হবে না। তাদের ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে।’

বিজ্ঞাপন

অবিলম্বে নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ ২৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপির মহাসচিব।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রযন্ত্র

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর