Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২-৩টি মানবাধিকার সংগঠন ছাড়া বাকিগুলো নামসর্বস্ব’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২২ ১৯:০৫

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি নয়াপল্টন অফিসের ঠিকানা দিয়েই আমেরিকার লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছিল বলে তথ্য দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাবকে বাদ দেওয়ার দাবি জানানো মানবাধিকার সংগঠনগুলোর অধিকাংশই নামসর্বস্ব বলেও মন্তব্য করেন মন্ত্রী।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের বিরুদ্ধে বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকারের কাছে আছে। নয়াপল্টন অফিসের ঠিকানা দিয়ে তারা লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছে। এ কাজের জন্য কিভাবে অর্থ বাংলাদেশ থেকে গেল সেগুলো তদন্ত ও দেখভাল সরকারের যে সমস্ত বিভাগ ও দফতর করে, তাদের ইতোমধ্যে সেগুলো জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।’

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাবকে বাদ দেওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘যে ১২টি মানবাধিকার সংগঠন চিঠি লিখেছে, সেখানে দুই-তিনটি ছাড়া বাকিগুলো নামসর্বস্ব। এগুলোর নাম আমরা আগে শুনিনি, আপনারা শুনেছেন কিনা আমার জানা নাই। এই চিঠি দিয়েছে গত বছরের ৮ নভেম্বর, দুই মাসের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর এটি হঠাৎ মিডিয়ায় কেন নিয়ে আসলো? এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে।’

‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে দেখেছি যুদ্ধাপরাধীদের পক্ষে তাদের রক্ষা করার জন্য বিবৃতি দিতে। হিউম্যান রাইটস ওয়াচ যুদ্ধপরাধীদের রক্ষার জন্য নানাভাবে চেষ্টা তদবির করেছে। অথচ ইসরাইলে ঢিল ছোঁড়ার প্রত্যুত্তরে ইসরাইলি বাহিনী নির্বিচারে গুলি করে নারী-শিশুদের যখন হত্যা করে তখন এসব সংগঠন কোনো বিবৃতি দেয় না। এসব সংগঠন যেসব দেশে বসে কাজ করে, সেসব দেশে যখন মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়, তখনও কোনো বিবৃতি দেয় না। ফলে সংগঠনগুলো ইতোমধ্যে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। সুতরাং র‌্যাবকে জাতিসংঘ শান্তি মিশন থেকে বাদ দেওয়ার তাদের যে আহ্বান, তা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।’-বলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

জনগণের ওপর আস্থা হারিয়ে বিএনপির ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে- এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘বিএনপির ষড়যন্ত্রের প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে বিদেশি লবিস্ট ফার্মকে। একটি রাজনৈতিক দল দেশের বিরুদ্ধে যখন এ ধরনের ষড়যন্ত্র করে, তারা দেশে রাজনীতি করার অধিকার রাখে কি না সেই প্রশ্নই এসে দাঁড়ায়। বাংলাদেশের মানুষ এবং রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, সেই তথ্য যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংসদে বললেন, এরপর থেকে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। অবশ্য প্রথমে কয়েকদিন খেই হারিয়ে নিশ্চুপ ছিল।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাদের নেতাদের মাধ্যমে সজীব ওয়াজেদ জয়কে হত্যা করার জন্য এফবিআইয়ের এজেন্ট ভাড়া করেছিল। এফবিআইয়ের সেই এজেন্টকে পরবর্তীতে যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বিএনপি নেতা আসলাম চৌধুরী ইসরায়েলি এজেন্টের সাথে বৈঠক করেছিলেন, সে বৈঠকের ছবি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য বিএনপি-জামাত লবিস্ট নিয়োগ করেছিল।’

নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রণীতব্য আইন জনপ্রত্যাশা পূরণ করবে না – টিআইবির এমন বক্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘টিআইবি কাজ করে দুর্নীতি নিয়ে, এর সাথে তো দুর্নীতির কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক ইস্যুতে বিবৃতি দিয়ে টিআইবি প্রমাণ করেছে, তারা রাজনৈতিক উদ্দেশে কাজ করে। টিআইবির এই বিবৃতির সঙ্গে বিএনপির বিবৃতির মিল আছে। এতে প্রমাণিত হয়, টিআইবি রাজনৈতিক ক্রীড়নক হিসেবে অনেক সময় কাজ করে। রাজনৈতিক ইস্যুতে টিআইবির বিবৃতি দেখে আমি নিজেও বিস্মিত হয়েছি।’

মতবিনিময়ের সময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক মনওয়ার রিয়াদ মুন্না ছিলেন।

সারাবাংলা/আরডি/এএম

আমেরিকার লবিস্ট টপ নিউজ ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

বিজয়ের মাসে ‘নয়া মানুষ’
২১ নভেম্বর ২০২৪ ১৮:২১

আরো

সম্পর্কিত খবর