Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক হাবীবুর রহমানের মৃত্যুর তদন্ত দাবি ডিআরইউ’র

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ১৫:২৩

ঢাকা: তরুণ সাংবাদিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্তের দাবি জানিয়েছে ডিআরইউ কার্যনির্বাহী কমিটি।

রোববার (২৩ জানুয়ারি) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সভায় এই দাবী জানানো হয়। সভার শুরুতে হাবীবুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।  এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিআরইউ এ তথ্য জানিয়েছে।

গত বুধবার (১৯ জানুয়ারি) রাত দুইটার দিকে রাজধানীর হাতিরঝিলে ‘মোটরসাইকেল দুর্ঘটনায়’ মারা যান হাবীবুর রহমান। ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ডিআরইউ জানিয়েছে, ঘটনার পর পারিপার্শিক অবস্থা এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটি মনে করছে, হাবীবুর রহমানের মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাই, আইনশৃঙ্খলাবাহিনীর খুব দ্রুত ঘটনা তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করা উচিৎ।

একইসঙ্গে সংবাদিক হাবীবুর রহমানের মৃত্যুর ঘটনা অনুসন্ধান করে রিপোর্টের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান ডিআরইউ নেতারা।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন: যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, এসকে রেজা পারভেজ ও মো. তানভীর আহমেদসহ অন্যরা।

সারাবাংলা/এএইচএইচ/ইএইচটি/একে

টপ নিউজ ডিআরইউ ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিক হাবীবুর রহমান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর