Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবি আন্দোলনে অর্থ সহায়তার ‘অভিযোগে’ ৫ শিক্ষার্থী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২২ ১৭:২৩

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অর্থ সহায়তার ‘অভিযোগ’ দেখিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। সংস্থাটি বলছে, আটক পাঁচ জনই শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী। এরই মধ্যে তাদের নিয়ে সিলেটে রওনা হয়েছে পুলিশ।

এদিকে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ সারাবাংলাকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাবিপ্রবির সাবেক পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা সিআইডি। তাদের সিলেটে নিয়ে আসা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন- অধ্যাপকের জন্য আনা ফেনসিডিলসহ শাবিপ্রবিতে গার্ড আটক

এর আগে, সোমবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শাবিপ্রবির ওই পাঁচ সাবেক শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে তুলে নেওয়ার অভিযোগ জানান তাদের স্বজনরা। মঙ্গলবার দুপুরে তাদের আটকের তথ্য স্বীকার করল সিআইডি।

নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, অনেক সময় পুলিশের অন্যান্য ইউনিটগুলো সিআইডির সহায়তা চেয়ে থাকে। এটি আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযান। সিআইডি কেবল তাদের সহায়তা করেছে। আটকদের সিলেটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-

সারাবাংলা/ইউজে/টিআর

অর্থ-সহায়তা টপ নিউজ শাবিপ্রবি শাবিপ্রবি আন্দোলন সিআইডি


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর