Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশন গঠন আইনের গেজেট প্রকাশ

সারাবাংলা ডেস্ক
৩০ জানুয়ারি ২০২২ ১৩:০৩

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২ এর গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে শনিবার (২৯ জানুয়ারি) এই আইনের বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এখন এই আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি। নতুন ইসি গঠনের জন্য আজকালের মধ্যে সার্চ কমিটির ঘোষণা আসতে পারে বলে সূত্রে জানা গেছে।

আইন অনুযায়ী, আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি হবে। আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবেন। ১০ জনের মধ্য থেকেই পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন।

আরও পড়ুন-

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এর আগেই নতুন কমিশন গঠন করতে হবে।

এর আগে শনিবার (২৯ জানুয়ারি) সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২-এ তার সদয় সম্মতি প্রদান করেছেন।

সারাবাংলা/এএম

নির্বাচন কমিশন গঠন আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর