নির্বাচন কমিশন গঠন আইনের গেজেট প্রকাশ
৩০ জানুয়ারি ২০২২ ১৩:০৩
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২ এর গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে শনিবার (২৯ জানুয়ারি) এই আইনের বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এখন এই আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি। নতুন ইসি গঠনের জন্য আজকালের মধ্যে সার্চ কমিটির ঘোষণা আসতে পারে বলে সূত্রে জানা গেছে।
আইন অনুযায়ী, আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি হবে। আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবেন। ১০ জনের মধ্য থেকেই পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন।
আরও পড়ুন-
- ইসি গঠনে আইনের আভাস
- ইসি গঠন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
- তাড়াহুড়ো করে ইসি আইনের পক্ষে নন আইনমন্ত্রী
- ইসি আইন প্রসঙ্গে কাদের— আমাদের হাতে ম্যাজিক নেই
- ‘ইসি নিয়োগ আইন-২০২১’ নামে সুজনের খসড়া উপস্থাপন
- ‘ইসি গঠন ও বিচারক নিয়োগ আইন সংসদে আসবে শিগগিরই’
- কমিশন গঠনে যে খসড়া অনুমোদন হয়েছে তা ‘পঁচা কদু’: বিএনপি
- আইন না হলেও ইসি গঠন নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই: আইনমন্ত্রী
কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এর আগেই নতুন কমিশন গঠন করতে হবে।
এর আগে শনিবার (২৯ জানুয়ারি) সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২-এ তার সদয় সম্মতি প্রদান করেছেন।
সারাবাংলা/এএম