Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরের সেই বাদলের যাবজ্জীবন দণ্ড বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৬

ঢাকা: যশোরের চৌগাছায় ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ আটকের ঘটনায় দায়ের করা মামলায় বাদল কুমার পালকে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে আদালত এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৭ সালে যশোরের চৌগাছায় ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক হন বাদল কুমার পাল। এরপর ২০০০ সালে বিচারিক আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০০৩ সালে হাইকোর্ট তাকে খালাস দেন। পরে রাষ্ট্রপক্ষ সেই খালাসের বিরুদ্ধে আপিল করে।

গত ১৯ জানুয়ারি আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আদালত ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এরপর আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

বহাল যাবজ্জীবন দণ্ড

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর