উত্তেজনা প্রশমনের বার্তা নিয়ে মস্কো গেলেন ম্যাখোঁ
৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো উড়ে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক উত্তেজনা নিরসনে ম্যাখোঁর এই উদ্যোগ। সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ম্যাখোঁ-পুতিন বৈঠকের কথা রয়েছে।
সোমবার বিকেলে মস্কো পৌঁছালে তাকে সামরিক কায়দায় স্বাগত জানায় ক্রেমলিন। ক্রেমলিন জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের কথা মন দিয়ে শোনা হবে, তবে এতে কোনো সমাধান আসবে কি না তার নিশ্চয়তা নেই।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট তার সফরের ব্যাপারে বলেছেন, ইউক্রেন সীমান্তে উত্তেজনা প্রশমনে রাশিয়ার সঙ্গে সংলাপ করবেন তিনি। ফরাসি জার্নাল ডু দিমাঞ্চকে ম্যাখোঁ বলেছেন, আমরা ইউক্রেন ইস্যুতে উত্তেজনা প্রশমনে শর্তাবলী নিয়ে আলোচনা করব। আমাদের অবশ্যই বাস্তববাদী হতে হবে। আমরা একতরফা কিছু করতে চাই না। পরিস্থিতির অবনতি এড়াতে এটি অপরিহার্য।
আরও পড়ুন
- ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা বাল্টিক দেশগুলোর
- আমেরিকার অস্ত্র প্রতিযোগিতার নিন্দা করলেন শি-পুতিন
- রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে আমেরিকা
- চীন-তাইওয়ান, রাশিয়া-ইউক্রেন সংঘাত— ২ ফ্রন্টে যুদ্ধ করবে আমেরিকা?
ইউক্রেন ইস্যুতে সম্প্রতি তিনবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ম্যাখোঁ। এছাড়া মস্কো সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ৪০ মিনিট ফোনে কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর ম্যাখোঁ ইউক্রেন সফর করবেন। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনেস্কির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন সদস্য রাষ্ট্র ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয় এমন নিশ্চয়তা দাবি করে সামরিক শক্তি প্রদর্শন করছে মস্কো। ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র মনে করছে, রাশিয়া যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে। তবে রাশিয়া বরাবরই বলে আসছে, সামরিক হামলা চালানোর কোনো উদ্দেশ্য নেই। যদিও ইউক্রেন সীমান্তে পূর্ণাঙ্গ যুদ্ধের সবরকমের প্রস্তুতি নিয়ে অবস্থান করছে রুশ সামরিক বাহিনী। এছাড়া চলতি সপ্তাহে ভূমধ্যসাগর ও প্রতিবেশী বেলারুশে সামরিক শক্তি বাড়িয়েছে মস্কো—যা ইউক্রেনে হামলার চূড়ান্ত প্রস্তুতি বলে মনে করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
আরও পড়ুন-
- ন্যাটো কী এবং কখন কাজ করে
- ইউরোপের যেসব জায়গায় ন্যাটো বাহিনী মোতায়েন
- রুশ আগ্রাসন মোকাবিলায় পূর্ব ইউরোপে শক্তি বাড়াচ্ছে ন্যাটো
- রুশ হামলার সম্ভাব্য তারিখ জানালেন ইউক্রেনের শীর্ষ জেনারেল
সারাবাংলা/আইই
ইউক্রেন সংঘাত ইমানুয়েল ম্যাঁখো টপ নিউজ ফ্রান্স রাশিয়া রুশ-ইউক্রেন সংঘাত