Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে বিতর্কিত ব্যক্তি নয়— সিনিয়র সাংবাদিকদের অনুরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৭

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ নির্বাচন কমিশনার নিয়োগে যেন কোনো বিতর্কিত ব্যক্তিকে না রাখা হয় সে জন্য সার্চ কমিটিকে অনুরোধ জানিয়েছেন দেশের সিনিয়র সাংবাদিকরা। একইসঙ্গে তারা রাষ্ট্রপতির কাছে দেওয়া সার্চ কমিটির প্রস্তাবিত নামগুলো গণমাধ্যমে প্রকাশের দাবি জানান।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকদের সেমিনার কক্ষ থেকে থেকে বের হয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তারা।

বিজ্ঞাপন

বৈঠক শেষে বেরিয়ে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বলেন, ‘রাজনৈতিক বিভাজনের এই সময়ে শতভাগ বিতর্কমুক্ত নির্বাচন কমিশন গঠন কঠিন। তবুও আমাদের চেষ্টা করতে হবে কোনো বিতর্কিত লোক যেন নির্বাচন কমিশনে না আসে। পাশাপাশি এখানে গণমাধ্যম থেকেও যেন নাম রাখা হয় তাও বলা হয়েছে।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত কাছ থেকে দেখেন। এখানে যাদের নাম দেওয়া হয় তাদের নাম যেন কয়েকদিন আগেই গণমাধ্যমে প্রকাশ করা হয়। এতে নামগুলো নিয়ে জনগণের প্রতিক্রিয়া জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘ধর্মীয় এবং সংখ্যায় কম এমন লোকদের পাশাপাশি নারী প্রতিনিধিত্ব রাখতে হবে। কারণ নির্বাচনে তারা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়। সেখানে তাদের প্রতিনিধিত্ব থাকলে তারা ভোটদানে সাহস পাবে।’

আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে সার্চ কমিটির কার্যক্রমে অংশ নেওয়া উচিত।’

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘সবার অংশগ্রহণে যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হয় সে বিষয়ে সার্চ কমিটিকে আমরা বলেছি। একইসঙ্গে ব্যক্তিত্বশীল লোকদের যেন এ কমিশনের সুযোগ দেওয়া হয়, এ প্রস্তাবটিও দিয়েছি ‘

বিজ্ঞাপন

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘আমরা কোনো নাম প্রস্তাব করিনি। কিন্তু এই কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুরা। কমিশনে তাদের প্রতিনিধি যেন রাখা হয়।’

চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, ‘আমরা বলেছি যে ১০ জনের নাম প্রস্তাব করা হবে। তাতে সার্চ কমিটি যেন যোগ্য ও বিতর্কমুক্তদের নাম রাষ্ট্রপতির কাছে দেন। তাদের নাম যেন গণমাধ্যমেও প্রকাশ করা হয়।’

যুগান্তরের সম্পাদক মো. সাইফুল আলম বলেন, ‘আজকের আলোচনায় আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছি। সার্চ কমিটিতে যেই ১০ জনের নাম প্রস্তাব করা হবে তারা যেন সাহসী, সৎ, যোগ্য এবং নির্লোভ ব্যক্তি হন। যারা আস্থার জায়গায় আছেন তাদের নাম যেন প্রস্তাব দেওয়া হয়। এমনভাবে নতুন কমিশন গঠন করা হোক, যেন কমিশন গঠন হওয়ার পর কমিশনারদের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন না থাকে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য নতুন কমিশনে এমন হোক, যারা সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কঠোরভাবে দায়িত্ব পালন করবে। সেখানে সাহসী ও নির্লোভ মানুষ দরকার।’

সারাবাংলা/জিএস/একে

ইসি নির্বাচন কমিশন সার্চ কমিটি

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর