মোংলা: বাগেরহাটের চুলকাঠি বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক নৌ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলনা-মোংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ আহম্মেদ (৪৫) বাংলাদেশ নৌবাহিনীর সাব-লেফটেন্যান্ট অফিসার পদে মোংলায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তিনি খুলনার দিক থেকে মোটরসাইকেল চালিয়ে মোংলায় যাওয়ার পথে চুলকাঠি এলাকায় বিপরীতদিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে সাজোরে ধাক্কা দেয়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত নৌ কর্মকর্তার গ্রামের বাড়ি রংপুর বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।