Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে পুতিনের পদক্ষেপকে স্বীকৃতি দেবে না তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২ ০১:০৮

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নেওয়া পদক্ষেপকে সমর্থন করে না তুরস্ক। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ অবস্থানের কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান। এদিন পুতিনের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়ে ফোনে আলোচনা করেন এরদোগান।

তুরস্ক সরকারের এক বিবৃতিতে বলা হয়, এরদোগান রুশ প্রেসিডেন্টকে বলেছেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে মস্কোর কোনো পদক্ষেপকে স্বীকৃতি দেবে না আঙ্কারা।’ এ ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এরদোগানের এ বার্তা তুরস্কের ‘নীতিগত অবস্থান।’

বিজ্ঞাপন

ন্যাটোর অন্যতম সদস্য তুরস্কের রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। ইউক্রেন সংকটে বরাবরই মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার চেষ্টা করে আসছে তুরস্ক। সোমবার গভীর রাতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের দু’টি প্রদেশকে স্বাধীন স্বীকৃতি দিয়ে সেখানে শান্তিরক্ষী হিসেবে রুশ সেনা পাঠানোর পদক্ষেপের সমালোচনা করেছে আঙ্কারা।

এ ব্যাপারে পুতিনের সঙ্গে ফোনালাপের সময় এরদোগান বলেছেন, ‘সামরিক সংঘাত কারো জন্য উপকারী হবে না। আঙ্কারা কূটনীতি এবং সংলাপকে অগ্রাধিকার দেয়।’ উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখতে তুরস্ক তার ভূমিকা পালন করতে প্রস্তুত বলেও পুতিনকে জানিয়েছেন এরদোগান।

আরও পড়ুন- ইসরাইলকে ‘শিক্ষা’ দিতে চান এরদোগান, জানালেন পুতিনকে

এদিকে দুই নেতার ফোনালাপের ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছে রুশ ক্রেমলিন। বিবৃতিতে ক্রেমলিন বলেছে, প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউক্রেনের ডোনেস্কো এবং লুহানাস্ক প্রদেশকে স্বাধীন ঘোষণা করার প্রয়োজনীয়তা এরদোগানকে জানিয়েছেন।

বিজ্ঞাপন

পুতিন এরদোগানকে বলেছেন, ‘ডোনবাসে ইউক্রেনীয় কর্তৃপক্ষের আগ্রাসন এবং শান্তি চুক্তি মেনে চলতে তাদের স্পষ্ট প্রত্যাখ্যানের পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ইউক্রেন ইস্যুতে পুতিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর প্রতিক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘তারা (যুক্তরাষ্ট্র ও ন্যাটো) রাশিয়ার যুক্তিসঙ্গত উদ্বেগ এবং দাবিগুলোকে উপেক্ষা করছে।’

আরও পড়ুন

সারাবাংলা/আইই

ইউক্রেন এরদোগান পুতিন রাশিয়া

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর